/ নড়াইলে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

নড়াইলে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সাপের কামড়ে মুন্সী টিপ সুলতান (৫৩)নামে একজন অটোচালকের মৃত্যু হয়েছে। গত রবিবার দিনগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। টিপু সুলতান নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের হাবিবুর রহমান শাম মুন্সীর ছেলে।

টিপুর স্ত্রী পারভীন বেগম জানান, রবিবার রাত ১০টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন তারা। রাত ২টার দিকে তার স্বামী টিপু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। সাপে দংশনের টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। কিন্তু ঝাঁড়ফুঁক করে ব্যর্থ হলে পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল জানান, মুন্সী টিপু সুলতান দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে। সোমবার জোহরবাদ জানাযার নামায শেষে দাফন সম্পন্ন হয়েছে।