/ বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদীতে মস্তকবিহীন মহিলার লাশ উদ্ধার

বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদীতে মস্তকবিহীন মহিলার লাশ উদ্ধার

বটিয়াঘাটা অফিসঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গজালিয়া ব্রীজ সংলগ্ন ঝপঝপিয়া নদী থেকে মস্তকবিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২০ আগস্ট) স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা দ্রুত বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের পর দেখা যায়, লাশটির মাথা নেই। প্রাথমিকভাবে দেহের গঠন দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি এক মহিলার লাশ।মস্তকবিহীন হওয়ায় লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। স্থানীয় এলাকাবাসীর কেউ লাশটির পরিচয় দিতে পারেননি।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। এটি একজন মহিলার লাশ বলে নিশ্চিত হয়েছি। তবে মাথা বিচ্ছিন্ন থাকায় সঠিকভাবে শনাক্ত করতে সময় লাগছে। প্রক্রিয়াটি চলমান রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।