/ বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি, জনদুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি, জনদুর্ভোগ

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলসহ দেশের বেশিরভাগ এলাকায় গতকাল বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে এবং জোয়ারের পানি কিছুটা বেড়েছে। দেশের চার সমুদ্রবন্দরে ৩নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।

আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা চলতে পারে। এদিকে বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান প্রদান নদনদীর পানি বাড়ছে। পদ্মা মেঘনা যমুনার পানি বিপদ সীমায় পৌছেছে। গতকাল খুলণায় ২৬মিলিমটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিস জানায় সাগরে মাছ ধরা ট্রলারসহ অন্যান্য নৌযানসমূহকে নিরাপদ আশ্রয়ে থেকে উপক’লের কাছ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপ ভারতের উড়িষ্যা উপকূলে স্থলনিম্নচাপরূপে অবস্থান নিয়েছে। এর প্রভাবে ভারতের পশ্চিবঙ্গসহ ৪টি রাজ্যে বৃষ্টিপাদ হচ্ছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।