/ কয়রায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

কয়রায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা): খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৫১) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু আঃ রাজ্জাক দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের মৃত্যু হামিদ গাজীর ছেলে।


স্থানীয় সূত্রে যানা যায়, দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খাল লীজ নিয়ে মাছ চাষ করতেন এবং পাহারার সুবিধার্থে ওই খালেই বাসা বেঁধে অবস্থান করতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু রাতভর খোঁজ মেলেনি কোথাও। ২০ আগস্ট (বুধবার) ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভাসতে দেখে স্থানীয়রা।

এ ব্যাপারে মৃত আঃ রাজ্জাকের বোন স্থানীয় ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকাল ২টা থেকে ৩টার দিকে সে ওই খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। গতকাল ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে। তিনি আরো বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিস এর সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১দিন পর জেলের লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।