ফরিদপুরের ভাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর-সদরপুর উপজেলার কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের ফাজিলপুর গ্রামের সেতুর কাছে সড়কের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মানিকদহ ইউনিয়নের দফাদার আব্দুল আলীম বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয়রা মাঠে কাজ করতে যাওয়ার সময় ফাজিলপুর গ্রামের ‘বারো বিঘার ব্রিজ’ নামক জায়গায় ব্রিজের দক্ষিণে সড়কের পশ্চিম পাশে একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।গিয়ে দেখি শরীরের বাম পাঁজর ও মাথা দিয়ে রক্ত ঝরছে। এরপর বিষয়টি ভাঙ্গা থানায় জানালে পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়। মরদেহটি দেখতে কয়েক গ্রামের অনেক লোক এসেছিল। কেউ মরদেহের পরিচয় জানাতে পারেনি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘অজ্ঞাত মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।’