খুলনার সোনাডাঙ্গা থানাধীন নুরনগরে বাংলাদেশ বেতার ভবনের সামনে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম গাজী (রিক্সা চালক) নিহত হয়েছেন। তিনি খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া ছোটখালপাড় এলাকার কুরমান আলী গাজীর ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, প্রথমে একটি সিএনজি রিক্সাটিকে ধাক্কা দিলে চালক পড়ে যান। এরপর পেছন থেকে আসা সার বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।