নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর
খানজাহান আলী থানা প্রতিনিধি: নগরীর ফুলবাড়িগেট এলাকার ল্যাবরেটরি স্কুল মোড়ে চুরির অপবাদে মো. রতন (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পিঠমুখী করে আটক রেখে বেধড়ক মারধর ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের পর তাকে চুরির মামলায় পুলিশে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এমন মব সৃষ্টি করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট সকাল ৯টা ৯ মিনিটে দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ের প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের সামনে রতন হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে মোঃ আজহার আলী শেখের ছেলে হানিফ শেখ দৌড়ে এসে তাকে মারধর শুরু করেন।৭ থেকে ৮ জনের একটি দল রতনকে ঘিরে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পিঠমুখী করে হাত ধরে রাখে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
হামলাকারীদের মধ্যে ছিলেন আরিফুল শেখ, ইমন শেখ, হানিফ শেখ, রমজান, মান্নান ও আজিজুল। নির্যাতনের সময় রতন নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর করা হয়। স্থানীয় দোকানদারসহ অনেকেই উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
রতনের ভাই তহিদুল ইসলাম বলেন, আমার ভাই পেশায় পিকআপ চালক। আমাদের পরিবার রাজনৈতিকভাবে বিএনপির সাথে যুক্ত, আর আওয়ামী লীগের কিছু লোক রাজনৈতিক ও জমিজমা বিরোধের জেরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার ভাইকে মব তৈরি করে নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এলাকাবাসীও অভিযোগ করেছেন, চুরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এভাবে প্রকাশ্য দিবালোকে নির্যাতন মেনে নেওয়া যায় না। ভাইরাল ভিডিওতে যাদেরকে নির্যাতন করতে দেখা গেছে, তাদের মধ্যে সততা এন্টারপ্রাইজ এর মালিক দোকানদার শেখ আবু হানিফ চুরির অভিযোগে রতনসহ ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ২৪ আগস্ট দৌলতপুর থানায় মামলা (নং ১১) দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতহার আলী বলেন, ল্যাবরেটরি স্কুল মোড়ে সততা এন্টারপ্রাইজ নামে একটি দোকানের চুরির ঘটনায় রতনকে আটক করা হয়েছে। দোকানের চুরি যাওয়া মালামাল উদ্ধারে আদালতে রতনের রিমান্ড আবেদন করা হয়েছে।