/ চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার আঙ্গুল কামড়ে ছিড়ে নিলো ধর্ষক

চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার আঙ্গুল কামড়ে ছিড়ে নিলো ধর্ষক

যশোর ব্যুরো: যশোরের চৌগাছা উপজেলায় সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের দাখিল মাদ্রাসা পাড়ায় এক মহিলাকে অনৈতিক কাজের জন্য কুপ্রস্তাব দেয় । কিন্তু ওই মহিলা রাজি না হওয়ায় তাকে ধর্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলে আন্দুলিয়া গ্রমে ব্যারাক অফিস পাড়ার আমিন উদ্দিন ছেলে তাহাজ্জত হোসেন ট্যানা (৪৫)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যসৃষ্টি হয়েছে। এ সময় তাহাজ্জত ওরফে ট্যানা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী আটক করে থানা পুলিশ দেয়।

স্থানীয় ও ভিকটিম পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ট্যানা। যা প্রত্যাখান করায় গত রোববার (৩১ আগস্ট) বিকেল ৫দিকে ওই মহিলাকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ট্যানা ওই মহিলার ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ওই মহিলা চিৎকার দিলে ট্যানা ওই মহিলার আঙ্গুল কামড়ে ছিড়ে নেয়। পরে স্থানীয়রা চলে আসলে ট্যানা পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ভিকটিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক অভিযানে তাহজ্জত ওরফে ট্যানাকে আটক করা হয়েছে। মামলা হয়েছে।