নিজস্ব সংবাদদাতা, তেরখাদা(খুলনা): তেরখাদা-খুলনা সড়কসহ তেরখাদা উপজেলার আভ্যন্তরীণ সকল সড়কে খড়ের গাঁদা বিছিয়ে গাড়ির চাকার সাহায্যে ধান মাড়াই করছে বিভিন্ন এলাকার চাষী/কৃষকমহল। আবার সড়কের উপর ধান মাড়াই হওয়া খড় শোকানোতেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সড়ক। ফলে সড়কগুলোতে বিভিন্ন যানবাহন চলাচলে দারুণভাবে ঝুঁকি বাড়ছে। কাঁচা ধানে বিভিন্ন গাড়ির চাকা পিচ্ছিল খেয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন আহত হচ্ছে অনেকেই।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চলতি আউশ মৌসুমে বিভিন্ন এলাকার কৃষকরা আউশ ধান কেটে বাড়িতে না নিয়ে বিভিন্ন সড়কের উপর মোটা করে বিছিয়ে দিয়ে গাড়ির চাকার সাহায্যে ধান মাড়াই করছে। কাঁচা ভিজা ধানের খড়ে বাইসাইকেল, মটরসাইকেল, ইজি বাইক, সিএনজিসহ বিভিন্ন প্রকারের যানবাহন পিচ্ছিল খাচ্ছে। যার যার বাড়ির সামনে কাঁচা ধান মোটা করে বিছানোর কারণে ওই খড়ের উপর গাড়ির চাকা উঠলে গাড়ি থেমে যায়। অনেক সময় দ্রæত চালিয়ে খড়ের গাদার উপর উঠলেই চাকা পিচ্ছিল খেয়ে গাড়িগুলো দুর্ঘটনায় কবলিত হচ্ছে। অনেক সময় কোনো কোনো গাড়ি উল্টে যাচ্ছে। এতে অনেকেই আহত হচ্ছে। সড়কের উপর ধানের খড় বিছানোতে ভুক্তভোগীদের বিরক্তির কারনও হচ্ছে।
সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বিকেলে ইজিবাইক আরোহী তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা পাতলা এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে গুরুতর আহত হন। একইভাবে অনেক যাত্রী প্রতিনিয়ত আহত হচ্ছে। এদিকে সড়কের উপর খড়ের গাদা রাখার অভিযোগ এনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা ব্যাপক আলোচনা করেন ও সড়কের উপর থেকে ধান খড় অপসারণের দাবি জানান। সভায় বক্তারা বলেন, সড়কের উপর মোটা করে কাঁচা আউশ ধান বিছানোতে প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে। বক্তারা দ্রæত এ সমস্যার সমাধান আশা করলেও আজ পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্খিত ঘটনা।