শেখ আহমেদ তারিক,বাগেরহাট ব্যুরো: বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট আগস্ট মাসে নতুন রেকর্ড অর্জন করেছে। এ মাসে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা সর্বোচ্চ প্যারামিটার (পিএলএফ) হিসেবে ৭৮ দশমিক ৫৮ শতাংশ। দেশের মোট ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এককভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র অবদান রেখেছে ৭ দশমিক ১৫ শতাংশ। গত তিন মাস ধরে এই বিদ্যুৎকেন্দ্র মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। ফলে এখন পর্যন্ত মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে।
বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানিকৃত কয়লা ব্যবহার করলেও এ কেন্দ্রটি আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি নির্ভর। ফলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড সাইকেল কুলিং ও জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম।
তিনি আরও বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডে অবদান রাখছে। একইসঙ্গে দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও মজবুত হচ্ছে।