হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (৪০) হত্যা মামলার প্রধান আসামি সবুজ ইসলাম (২৬) কে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। আটক সবুজ হোসেন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর-ইছালী গ্রামের গনি মোসলেম উদ্দীনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার পর তার ভাই বাদী হয়ে থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন। আমরা মামলার প্রধান আসামী সবুজ হোসেনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যশোর শহরের একটি এলাকা থেকে আটক করা হয়। এরপর সবুজের স্বীকারোক্তিতে মঙ্গলবার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের বাদশার চায়ের দোকানের সামনে একটি খেজুর গাছের পাশ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে। মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, প্রধান আসামী সবুজকে আটক করা হয়েছে। বাকী আসামীদেরও দ্রুত আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত ৯ টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মেইন সড়কের হবির চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে। নিহত আশরাফুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজাহার উদ্দীন মাষ্টারের ছেলে ও মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।