/ অভয়নগরে বেওয়ারিশ কুকুরের আক্রমণ এক মাসে আড়াই শতাধিক ব্যক্তি আহত

অভয়নগরে বেওয়ারিশ কুকুরের আক্রমণ এক মাসে আড়াই শতাধিক ব্যক্তি আহত

নওয়াপাড়া অফিসঃ যশোরের অভয়নগরে বিভিন্ন গ্রামে বেওয়ারিশ কুকুরের আক্রমণে এক মাসে প্রায় আড়াই শতাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর বিকালে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম জিয়াডাঙ্গা ও প্রেমবাগ গ্রামের কমপক্ষে ১০ জনকে কুকুরে কামড়িয়েছে। তারা অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে নাসির উদ্দিন নামে একদিন মজুরের অবস্থা শোচনীয় হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, কুকুরের দল মোড়ে মোড়ে পথচারী, শিক্ষার্থী এবং শিশুদের তাড়িয়ে আক্রমণ করছে এবং কামড়ে দিচ্ছে। যার ফলে অনেকেই আহত হচ্ছেন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন অভিযান দীর্ঘদিন বন্ধ থাকায় দিনদিন কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

জানা গেছে, কুকুর ৭ থেকে ১০টির সংগবদ্ধ দল আকারে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে কামড়াচ্ছে। বর্তমানে মানুষজন কুকুর আতঙ্কে চলাফেরা করছে। শিশুদের নিয়ে অভিভাবকরা বেশি আতংকিত হয়ে পড়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় পথকুকুরের সখ্যা যেমন বেড়েছে নাগরিক জীবনে কিন্তু এর প্রভাব ফেলেছে। ফলে বেড়েছে হাসপাতালে আক্রান্ত রুগীর সংখ্যা। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গত একমাসে ২৫৭ জন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। এর বাইরেও বিভিন্ন অঞ্চলে গ্রাম্য ডাক্তার, কবিরাজের কাছে বহু রুগী চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহাফুজুর রহমান সবুজ জানান, প্রতিনিয়ত কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বাড়চ্ছে। এর মধ্যে শিশুরাও রয়েছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় মাঝে মধ্যে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ভুক্তভোগীরা ভ্যাকসিন সরবরাহ সহজলভ্য করার দাবি জানিয়েছেন।