/ ‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে’: হাসনাত আব্দুল্লাহ

‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে’: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন,‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদিদের বিরুদ্ধে এনসিপি অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ-সহযোগিতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে। রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে গেছে, তখনই বিরোধী রাজনীতিবিদদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছে এনসিপি, এটি দেশের জন্য বড় অর্জন।’

তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গেছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়াবিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।’ তিনি আরও বলেন, ‘গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।’