/ কাশিয়ানীতে বাসচাপায় ভ্যান চালক নিহত

কাশিয়ানীতে বাসচাপায় ভ্যান চালক নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় সুকেন বর (৩০) নামে এক ভ্যান চালক মারা গেছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুকেন বর উপজেলার মাহমুদপুর গ্রামের জিতেন বরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার সকালে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।