খুলনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের চলাকালীন সময়ে সকল ধরনের একাডেমিক কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় এ সময়ে কোচিং সেন্টার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর অনুশাসন কঠোরভাবে মানতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।