/ শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীতে উৎসবের আমেজ বইছে। আজ রবিবার মহাষষ্ঠী। গতকাল শনিবার ছিলো দেবীর বোধন। আজ বাঙালী হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবের মূল পর্বে প্রবেশ করেছে।

গতকাল অনেক মন্ডপে আলোকসজ্জার কাজ চলেছে। তুলির শেষ আঁচড়ে প্রতিমার সৌন্দর্য তুলে ধরার কাজ হয়েছে। এবছর মন্ডপগুলোতে রঙিন আলোর ঝলকানি পড়ছে। শারদীয় দুর্গোৎসব ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নগরীর বড় বড় মন্দিরগুলোতে উদ্বোধনের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত রবিবার মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূলত শারদ উৎসব পাঁচ দিন ব্যাপী হলেও মহালয়া থেকেই এই উৎসবের সূচনা হয়। ইউনেস্কো শারদীয় দুর্গোৎসবকে শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দেওয়ায় বর্তমানে উৎসবের ব্যাপ্তি ১০ দিনে উন্নীত হয়েছে। বর্তমানে অনেক বেশী বাজেটে শারদীয় দুর্গোৎসবের প্যান্ডেল প্রস্তুত করা হয়। বাঙালীর শারদ উৎসব এখন বিশ্ব উৎসব।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসবের আমেজ ছড়িয়ে দেয়ার জন্য এখন মহালয়া থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত উৎসবের আয়োজন চলতে থাকে। শারদ উৎসবের ‘আগমন থেকে আবাহন, বিসর্জন থেকে নিরঞ্জন’ সবগুলো পর্বে চমক থাকে। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে। দর্শনার্থীরা রাত-ভোর মন্ডপে-মন্ডপে প্রতিমা ও প্যান্ডেল সজ্জা দেখতে ভিড় করে।