ইতিহাসে প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
টুর্নামেন্টে শক্ত অবস্থানে থাকা ভারতীয় দলে আজ তিনটি পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবেকে ফিরিয়ে দলে নেওয়া হয়েছে। তাঁদের জায়গায় বসেছেন হার্ষিত রানা ও আর্শদীপ সিং। তবে চোটের কারনে আজ হার্দিক পান্ডিয়া ফাইনালে সুযোগ পাননি, তাঁর বদলে খেলছেন রিংকু সিং।অন্যদিকে, পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই। আগের মতই একই একাদশ নিয়ে মাঠে নামছে তারা।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আগেই জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে দ্বৈরথকে তিনি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে মানতে নারাজ, কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তান তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি এর জবাবে বলেছিলেন, “ফাইনালে ভারতের মুখোমুখি হলে তখনই দেখা যাবে।” আজ সেই প্রতিদ্বন্দ্বিতার দিন।গ্রুপ পর্বে ভারত ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এবং সুপার ফোরে ৬ উইকেটে জয় অর্জন করে আত্মবিশ্বাসের ঊর্ধ্বগতিতে রয়েছে। আর আজ তারা এই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয়ের চেষ্টা করবে। পাকিস্তান অবশ্য প্রতিশোধ নেওয়ার মনোবল নিয়ে মাঠে নেমেছে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।