/ নগরীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

নগরীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে।রোববার রাতে খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে বিশেষ চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম শহিদ গোলজার (৫২)। তিনি মৃত মান্নান গোলজারের ছেলে ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যানশী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তার কাছ থেকে মোট ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।