/ অবশেষে তেরখাদার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ ২ বছর পর শুরু

অবশেষে তেরখাদার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ ২ বছর পর শুরু

দৈনিক পূর্বাঞ্চলে সংবাদ প্রকাশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় অবশেষে শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। দীর্ঘ দুই বছর ধরে থেমে থাকা তেরখাদা সদর থেকে নাচুনিয়া পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়কটি নিয়ে এলাকায় যে ক্ষোভ ও হতাশা জমে উঠেছিল, সেটি এবার কিছুটা হলেও প্রশমিত হচ্ছে।

গত ২৮ সেপ্টেম্বর দৈনিক পূর্বাঞ্চলে “তেরখাদায় দুই বছর ধরে থমকে আছে সড়ক সংস্কার, দুর্ভোগে হাজারো মানুষ” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই তৎপর হয় স্থানীয় প্রশাসন। রাস্তায় নামে শ্রমিক ও যন্ত্রপাতি। ঠিকাদার ও বিএনপি নেতা মিল্টন হোসেন মুন্সী বলেন, এ রাস্তাটি এতদিন ধরে অবহেলায় ছিল এখন কাজ শুরু করলেও আমাদের সাবধানে এগোতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা বলেন, “এলজিইডির নির্দেশনা অনুযায়ী কাজের প্রতিটি ধাপ আমরা তদারকি করছি। দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই জনগণ একটি টেকসই সড়ক পাবে।”