/ খুলনা জেলা ও বিভাগে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে

খুলনা জেলা ও বিভাগে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে

কেন্দ্রের সংখ্যা বেড়েছে#বুথের সংখ্যা কমেছে

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলা ও বিভাগে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭২২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই সংখ্যা ছিল ১ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। অর্থাৎ এবার মোট ভোটার বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৯৩৯ জন । যা বৃদ্ধির হার প্রায় ৪.৭১ শতাংশ।

খুলনা জেলার ছয়টি আসনের সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা গত বুধবার প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, এবারের নির্বাচনে খুলনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। দ্বাদশ নির্বাচনের সময় খুলনার ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১। এই হিসেবে খুলনায় ভোটার বেড়েছে প্রায় ৭৮ হাজার ৩৭২ জন। নতুনভাবে যুক্ত হয়েছে ৪৭টি ভোটকেন্দ্র, তবে বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭টি।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, খুলনা জেলার প্রতিটি আসনে ভোটার সংখ্যা বৃদ্ধি এবং কিছু এলাকার ভৌগোলিক পরিবর্তনের কারণে কেন্দ্র ও বুথ পুনর্বিন্যাস করা হয়েছে।

বটিয়াঘাটা-দাকোপ নিয়ে গঠিত খুলনা-১ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন, কেন্দ্রের সংখ্যা ১১৯ এবং বুথ সংখ্যা ৬৩৭। খুলনা ২ আসন সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত । এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৯৯৫ জন। কেন্দ্র সংখ্যা ১৫৭ ও বুথ সংখ্যা ৬৫৪।
দৌলতপুর,খালিশপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত খুলনা ৩ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ২৮৬জন । এখানে কেন্দ্র সংখ্যা ১১৫ ও বুথ ৪৯৭টি । খুলনা ৪ আসনটি রুপসা, দিঘলিয়া ও তেরোখাদা নিয়ে গঠিত । এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন, কেন্দ্র সংখ্যা ১৪৪,বুথের সংখ্যা ৭১৯ টি। খুলনা ৫ আসনটি ডুমুরিয়া-ফুলতলা গিলাতলা ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৭০৩ জন ভোটারের জন্য কেন্দ্র রয়েছে ১৫০টি ও বুথ রয়েছে ৭৮২টি। কয়রা ও পাইকগাছা নিয়ে গঠিত খুলনা ৬ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭৩৪ জন ,কেন্দ্র রয়েছে ১৫৫ জন ও বুথ রয়েছে ৭৯৮টি।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে সবচেয়ে ভোটার বেশি । আর তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোটার রয়েছে খুলনা-৩(খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে।
খুলনা বিভাগে ভোটার বৃদ্ধির মধ্যে নারী ভোটার বেড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৯৭০ জন এবং পুরুষ ভোটার বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৯২২ জন। এছাড়া হিজড়া ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে।

এদিকে খুলনা বিভাগের জেলায় ভোটার বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে যশোর । এ জেলায় ১ লাখ ৭ হাজার ২১১ জন। কুষ্টিয়া ৮৩ হাজার ৫৮, খুলনা ৭৮ হাজার ৩৭১, ঝিনাইদহ ৭৫ হাজার ২৯১, সাতক্ষীরা ৭০ হাজার ২০১, বাগেরহাট ৬৪ হাজার ১৩৮, মাগুরা ৫১ হাজার ৮৫৭, চুয়াডাঙ্গা ৪৩ হাজার ৫৮, নড়াইল ৩৫ হাজার ৫৭০ এবং সবচেয়ে কম বেড়েছে মেহেরপুরে ২৪ হাজার ৬৪০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। ভোটার তালিকার হালনাগাদ ও প্রযুক্তি নির্ভর নিবন্ধন প্রক্রিয়ার কারণে নতুন প্রজন্মের ভোটারও তালিকায় যুক্ত হয়েছেন।
অপরদিকে খুলনা বিভাগে প্রাথমিকভাবে মোট ৫ হাজার ১৩১ টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে,যা আগের নির্বাচনের তুলনায় ১৪৭টি বেশি। তবে বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৩টিতে। যা আগের তুলনায় ৩ হাজার ৯০টি কম।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ভোটার বৃদ্ধির সঙ্গে নিরাপত্তা,যাতায়াত এবং অবকাঠামোগত দিক বিবেচনা করে নতুন কেন্দ্র যুক্ত করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সহজীকরণের স্বার্থে কিছু বুথ একীভূত করা হয়েছে।

আগামী ২০ অক্টোবর চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্র চূড়ান্ত হওয়ার পর ভোটার তালিকা,মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়,নিরাপত্তা ব্যবস্থা,ইভিএম ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কর্মকর্তারা আশা করছেন,নাগরিক সেবা সম্প্রসারণ, নতুন প্রজন্মের ভোটার যুক্ত হওয়া এবং প্রযুক্তি নির্ভর ভোটার নিবন্ধন প্রক্রিয়ার কারণে এবার খুলনায় ভোটার উপস্থিতি ও অংশগ্রহণের হার বৃদ্ধি পাবে। তবে বুথ কমে যাওয়ায় ভোটের দিন সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি।