স্টাফ রিপোর্টার: ‘পূর্বাঞ্চল কোনো রাজনৈতিক দলের নয়, এটি গণমানুষের পত্রিকা’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অনুষ্ঠিত হলো দৈনিক পূর্বাঞ্চল এর প্রতিনিধি সম্মেলন। সংবাদপত্রের আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন বক্তারা।
গতকাল শনিবার ইকবালনগরস্থ পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন, পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ডেইলী ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। সম্মানিত অতিথি ছিলেন, পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সানি ।
মফস্বল সম্পাদক আসিফ আলতাফের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারি সম্পাদক এসএম আতিয়ার রহমান, চীফ রিপোর্টার মোঃ সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও এম এ হাসান, স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন ও চিফ বিজ্ঞাপন বিল কালেক্টর শেখ উজ্জল রহমান।
সম্মেলনে সাংবাদিকতার কলাকৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং দৈনিক পুর্বাঞ্চল মিডিয়ার অনলাইন কন্টেন্ট তৈরি করার বিষয়ে আলোচনা করেন পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে বেগম ফেরদৌসী আলী বলেন, বর্তমান সময়ে সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে সাংবাদিকদের নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দৈনিক পূর্বাঞ্চল যে দৃঢ়ভাবে এই অবস্থান ধরে রেখেছে, সেটিই আজ এ পত্রিকাকে একটি গণমানুষের ব্র্যান্ডে পরিণত করেছে। তিনি আরও বলেন, সত্য সংবাদ পরিবেশন যেমন সাহসের কাজ, তেমনি দায়িত্বেরও বিষয়। কোনো সংবাদ যেন কারও ক্ষতি না করে, সমাজে বিভ্রান্তি না ছড়ায় সেটি নিশ্চিত করাই প্রকৃত সাংবাদিকতার চূড়ান্ত লক্ষ্য। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পূর্বাঞ্চলের অবস্থান অনন্য।
পূর্বাঞ্চল সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, দেশের গণমাধ্যমে এখন প্রতিযোগিতা চলছে কে আগে সংবাদ দেবে। কিন্তু পূর্বাঞ্চল এখনো বিশ্বাসযোগ্যতার প্রতিযোগিতায় শীর্ষে। এই পত্রিকা কোনো দলের মুখপত্র নয়, এটি গণমানুষের কণ্ঠস্বর। পূর্বাঞ্চলের প্রতিবেদকরা মাঠপর্যায়ে যে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, গণতন্ত্রের বিকাশে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষপাতমুক্ত ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। আমরা বিশ্বাস করি সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। সমাজ, রাষ্ট্র ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থেকেই সংবাদ পরিবেশন করতে হবে। পূর্বাঞ্চল সবসময়ই জনস্বার্থকে অগ্রাধিকার দেয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা। তাই প্রতিটি প্রতিনিধি যেন তথ্য যাচাই ছাড়া কোনো খবর প্রচার না করেন, সেটি নিশ্চিত করতে হবে।
সম্মেলনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
এসময় বক্তৃতা করেন, প্রদীপ ঘোষ, কামরুল ইসলাম, সুনীল দাস, আনোয়ার হোসেন আকুঞ্জী, কামরুল হাসান, সুকুমার দাস, কাওসার আলম মিঠু, অশোক মুখার্জী, এম, পলা শরীফ, তাওহিদুর রহমান বাবু, পলাশ কর্মকার, মিজানুর রহমান ডিয়া, এসএম নজরুল ইসলাম, প্রদীপ মন্ডল, এসএম মোস্তাফিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান, প্রতাপ ঘোষ, শিপন ভূইয়া, এমআর মন্টু, সালাহউদ্দিন বাপ্পী, আর কে বাপ্পা, আব্দুল হাই সিদ্দিকী, এম আর জিন্নাহ, অনিমেষ মন্ডল, জিএম মুজিবর রহমান, এসএম মফিজুল ইসলাম, জুলফিকারুজ্জামান, নূরুল ইসলাম লিটন, কাজী শরিফুল ইসলাম, গৌতম রাহা, জাহিদুর রহমান বিপ্লব, নজরুল শরীফ, হাওলাদার আব্দুল হাদী, তাজউদ্দিন আহমেদ পিকিং, আমির হোসেন আমু, শেখ আহমেদ তারেক প্রমুখ।
তারা বলেন, ‘স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো তুলে ধরতে গিয়ে অনেক সময় আমাদের হুমকির মুখে পড়তে হয়। তবু আমরা চাই মানুষের কণ্ঠ যেন থেমে না যায়’।
পূর্বাঞ্চল প্রতিনিধিরা আরও বলেন, গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, নদীভাঙন, কৃষি, জলবায়ু পরিবর্তন এই বিষয়গুলোতেও পূর্বাঞ্চলকে আরও শক্তভাবে মাঠে নামতে হবে। উপজেলা প্রতিনিধিরা প্রস্তাব করেন, সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পত্রিকার পক্ষ থেকে একটি স্থায়ী নীতিমালা প্রণয়ন করা হোক। সম্মেলনে বক্তারা বলেন, শুধু সমালোচনা নয়, সমাধানের পথ দেখানোই হবে আগামী দিনের সাংবাদিকতার মূল লক্ষ্য। উন্নয়ন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুবিষয়ক সাংবাদিকতা জোরদার করার পরামর্শ দেন বক্তারা। আজকের সাংবাদিকতা শুধু খবর নয়, পরিবর্তনের হাতিয়ার। সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তবে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।
পরে পূর্বাঞ্চলের মরহুম সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীসহ সকল মরহুম সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পূর্বাঞ্চলের কয়রা(খুলনা) নিজস্ব সংবাদদাতা সদর উদ্দিন আহদে।