দক্ষিণাঞ্চলে ধারাবাহিক নির্বাচনী জনসভা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যশোরে জনসভা শেষে তিনি সাতক্ষীরা হয়ে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) খুলনায় আসছেন। খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। জনসভাস্থলে মঞ্চ নির্মাণ শেষ হয়েছে এবং মাঠের সার্বিক ব্যবস্থাপনাও সম্পন্ন করা হয়েছে। বালুময় মাঠে পানি ছিটিয়ে ত্রিপল বিছানোসহ সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করা হয়েছে।
জনসভাকে ঘিরে সার্কিট হাউজ পাওয়ার হাউস, জেলখানা ঘাট, জেলা স্কুল ও কাস্টমস ঘাট এলাকা পর্যন্ত মোট ১৬০টি মাইক স্থাপন করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ও ব্যবস্থাপনার কাজে সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। নারীদের জন্য আলাদা ও পর্দাসহ বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাযী জানান, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যেও জামায়াত আমিরের বক্তব্য ও নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি শোনার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান যশোর ও সাতক্ষীরার জনসভা শেষে খুলনায় পৌঁছে দুপুর ২টার পরে জনসভায় বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন।