সংবাদ আপডেট

স্টাফ রিপোর্টার ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার গতকাল (বুধবার) প্রধান অতিথি হিসেবে খুলনা জেলার তেরখাদা উপজেলায় উন্নয়ন-সংস্থার বাস্তবায়নাধীন পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাঠ পর্যায়ের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগী সদস্যদের মাঝে বিভিন্ন ধরণের কৃষি উপকরণ বিতরণ করেন। তিনি বিভিন্ন কার্যক্রম-গ্রাম কমিটি (পিভিসি), আয়বর্ধণমূলক কর্মকান্ড (গাভী পালন), মা ও শিশু ফোরাম, হোগলা পাতার পাটি বুনন, কিশোরী ক্লাব, স্যাটেলাইট ক্লিনিক ও পুষ্টি মেলা পরিদর্শন করেন এবং প্রকল্পের বিভিন্ন উপকারভোগী সদস্যদের সাথে অত্যন্ত নিবিড়ভাবে কথা বলেন। পরিদর্শন শেষে উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দের সাথে আজগড়া প্রকল্প ইউনিট (পিপিইপিপি-ইইউ) অফিসে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম. মোস্তাফিজুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান হিসাবরক্ষক এস এম জোবায়ের হোসেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জি এম নুরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ড. নমিতা হালদার উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রমের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও প্রসারিত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের পরামর্শ দেন।


আলোচিত সংবাদ

বিজ্ঞাপন