সংবাদ আপডেট

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বিস্ফোরক মামলায় শুনানি শেষে যশোর সদর আমলি আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদি ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৯ মে মণিরামপুরের যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইফুল আলম মেম্বরকে আদালতে তোলা হয়। তিনি যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড চরমপন্থি নেতা সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ সূত্র আরও জানায়, সাইফুল মেম্বার চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত ও মণিরামপুর উপজেলার যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলায় জড়িত। তাকে গ্রেপ্তার অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ মৎস্য খামার হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। পরদিন তাকে যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়; একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

এর আগে, সাইফুল মেম্বার গ্রেপ্তার এড়াতে চোরাইপথে ভারতে গিয়ে অবস্থান করছিলেন। এছাড়া ভারতীয় মোবাইল নম্বর দিয়ে নিজ এলাকায় যোগাযোগ করতেন তিনি। গত ২০ মে তিনি অবৈধ পথে দেশে ফেরেন।


আলোচিত সংবাদ

বিজ্ঞাপন