২টায় পরিবর্তে ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
সারাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আজ সোমবার দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আইএসপিআর থেকে বলা হয়েছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো। এর আগে দুপুর ২টায় বক্তব্য দেবেন বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়। পরে সময় পরিবর্তন করে ৩টায় সেনাপ্রধান বক্তব্য দেবেন হয়েছে বলে জানানো হয়।