শাবিপ্রবির ভর্তি কার্যক্রমে থাকছে না কোটা
শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটা আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শাবিপ্রবিতে ২৮টি বিভাগ মিলিয়ে ১ হাজার ৬৭১টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে (এ ইউনিট) ৯৮৫টি এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে (বি ইউনিট) ৫৮১টি আসন রয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী/জাতিসত্তা/হরিজন–দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা–শ্রমিক কোটা ৫ ও বিকেএসপি (খেলোয়াড়) কোটায় ১০টিসহ মোট ১০৫টি আসন রয়েছে।
এর আগে শাবিপ্রবির ভর্তি কার্যক্রমে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে গত বছরের ১০ ডিসেম্বর, চলতি বছর ৪ জানুয়ারি মানববন্ধন, মঙ্গলবার (১১ মার্চ) বিক্ষোভ মিছিলসহ কোটাবিরোধী নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সবার দাবির প্রেক্ষিতে কোটায় সংরক্ষিত আসনগুলোতে ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সবার সম্মতিক্রমে আপাতত সব ধরনের কোটা স্থগিত করা হয়েছে। তবে যৌক্তিক কিছু কোটা রাখার জন্য আলোচনা হচ্ছে। ভর্তি কমিটির সুপারিশের ভিত্তিতে যতটুকু কোটা রাখা যৌক্তিক সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।