ভারতীয় ভুয়া পাসপোর্ট তৈরি, ৬৯ বাংলাদেশিকে খুঁজছে কলকাতা পুলিশ
কলকাতা: ভারতের ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে ৬৯ জন বাংলাদেশির বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারি করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই অভিবাসন দফতরকেও এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
গতকাল বুধবার জানা যায়, অনুপ্রবেশের খোঁজ করতে গিয়েই ভুয়া পাসপোর্ট চক্রের হদিস পায় কলকাতা পুলিশ। বিষয়টি সামনে আসা এবং ভুয়া পাসপোর্টধারী ব্যক্তিদের পরিচয় জানার পরেই পুলিশের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাশাপাশি অভিবাসন দফতর, শুল্ক এবং বিএসএফ সহ দেশের বিভিন্ন সীমান্তরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগগুলিকে সতর্ক করা হয়েছে। যদিও লুক আউট নোটিশে কাদের নাম রয়েছে, পুলিশ তা জানায়নি।
পশ্চিমবঙ্গে ভুয়া ভারতীয় পাসপোর্ট চক্র মামলায় গত ১৩ মার্চ কলকাতার আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। ওই চার্জশিটে মোট ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১২০ জনই বাংলাদেশি, বাকিরা ভারতীয় নাগরিক। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ৮ জনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত, দুইজন জামিনে মুক্ত। বাকিরা নিখোঁজ।
তদন্তে নেমে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার জানতে পারে, গত কয়েকবছর ধরেই এই জাল নথি তৈরি করা চক্র অত্যন্ত সক্রিয় ছিল। পুলিশ তথ্য মতে জানা যায়, পাসপোর্ট প্রতি কমপক্ষে ২ লক্ষ রুপি করে নিয়ে ভারতীয় পাসপোর্ট বানানো হত।