ইতালির রাজধানী রোমে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ২টার দিকে, রোমের টর বেলা মোনাকা এলাকায়। আহতরা হলেন—বারের মালিক এবং তার দুই বাংলাদেশি সহযোগী। গুলিবিদ্ধদের টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি ডাকাতি নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গুলির শব্দ শুনে তারা জরুরি নম্বর ১১২-এ ফোন করেন। টর বেলা মোনাকা এলাকা আগে থেকেই দুর্যোগপূর্ণ ও সহিংস ঘটনার জন্য কুখ্যাত।
ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলো দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।