আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই স্বপ্নটা পূরণ করেছে দলটি।২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর যখন একটি দল ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে, তখন তাদের পরাজয়ের পাল্লাটা থাকে বেশ ভারি। সেখান থেকে কেউ অতি মানবীয় ইনিংস খেলতে পারলেই কেবল রক্ষা পাওয়া সম্ভব।৮১ বলে ৮১ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ইনিংসটি সাজান ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। এ ছাড়া জিয়াউর রহমান ২৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। পারভেজ রসুলের ব্যাট থেকে আসে ৩৩ রান।টপ অর্ডারদের থেকে বড় ইনিংস আসেনি। ওপেনার সৈকত আলী ১৭ ও সাইফ হাসান ১৫ রান করে আউট হন। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ১৫ রান। মুশফিকুর রহীম করেন ১৬।এর আগে টস জিতে ব্যাটিং নেয়া আবাহনী ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে। মোহাম্মদ নাঈম শেখ ১৬ রান করে ফেরেন পারভেজ রসুলের শিকার হয়ে। লিটন দাস ৪ আর নাজমুল হোসেন শান্ত ৮ রান করে আউট হন। এরপর প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয় আর আফিফ হোসেন ধ্রুব।