কুষ্টিয়ায় ৩জনসহ
বিভাগে মৃত্যু ৬

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় তিনজন, খুলনা, বাগেরহাট ও যশোরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১০ হাজার ৬০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ এক হাজার ১২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ১১, যশোরে ২৭, নড়াইলে ১২, মাগুরায় ৩, ঝিনাইদহে ১৭, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১ ও মেহেরপুরে চারজনের করোনা শনাক্ত হয়।
এদিকে, খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৪০৪টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ শতাংশ।
অবশ্য খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের গতকালকের শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে বলে কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। তিনি বলেন, গতকাল এ ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ১৪জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ১৩জন ও সাতক্ষীরার একজন রয়েছেন। অর্থাৎ গতকালকের খুমেক ল্যাবের করোনা শনাক্তের হার চার দশমিক ৯৬ শতাংশ।