স্টাফ রিপোর্টার ঃ খুলনা-কলকাতা রুটের দ্বিতীয় ট্রেন সার্ভিস বন্ধন এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল রবিবার খুলনা স্টেশনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস ছেড়ে খুলনায় পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর খুলনা থেকে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় দুপুর দেড়টায়। এখন থেকে দুই দিন বন্ধন এক্সপ্রেস যাতায়াত করবে। বৃহস্পতিবার ও রবিবার ট্রেনটি যাতায়াত করবে। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেনের যাত্রা শুরু করে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু উপস্থিত ছিলেন।
খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। ফলে ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে খুলনায় দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। খুলনা থেকে বেলা দেড়টায় কলকাতার উদ্দেশে রওনা হয়। ট্রেনে ৮টি বগিতে ৪৫৬টি সিট রয়েছে।