ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্ট হেরে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র করায় স্বস্তিতে আছে বাংলাদেশ দল। হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ড্র’কে বড় সাফল্য হিসেবে দেখতে চান না। দলের ভেতর থাকা এমন মানসিকতারও বদল চান এ প্রোটিয়া কোচ। আগামীকাল বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সমতায় (০-০) থাকা টেস্ট সিরিজটা জিততে চান ডমিঙ্গো। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিতীয় টেস্টে জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ দল। সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হবে। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে দুই দলের এটি ১৪তম ম্যাচ হবে।

সিরিজ জয়ের আশাবাদ জানিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভাল খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’

এ সিরিজের আগে বেশ চাপে ছিলেন ডমিঙ্গো। বাংলাদেশের কোচ হিসেবে তার সাফল্য বলার মতো নয়। প্রথম টেস্টের ড্র বেশ চাপমুক্ত করেছে তাকে। যদিও তিনি বলেছেন, ড্রয়ে তুষ্ট হওয়ার মানসিকতা বদলাতে হবে।

ডমিঙ্গো বলেছেন, ‘হতাশার হল একটি ড্র টেস্টকে যখন বিশাল সাফল্য হিসেবে দেখা হয়। এটা ঠিক আমরা টেস্ট হারতে চাই না। কিন্তু এই মানসিকতার বদল আনতে হবে। আমাদের টেস্ট জয়ের জন্য খেলতে হবে। আমাদের টেস্টে খুব একটা সাফল্য নেই এজন্য টেস্টে হারের ভয় আসে। এই জায়গাটায় উন্নতি করতে হবে। মানসিকতা বদলের মাধ্যমে আমরা উন্নতিটা করতে চাই। যখন আমরা টেস্ট জেতা শুরু করবো তখন এটার বদল হবে।’

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং বান্ধব, বোলারদের জন্য উইকেটে কিছুই ছিল না। দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হচ্ছে জানতে চাইলে বাংলাদেশের হেড কোচ বলেছেন, ‘প্রথমত উইকেট আমরা গতকাল (মঙ্গলবার) দেখেছি, আজ এখনও দেখিনি। উইকেট এখনও কাভার করা আছে। তবে মঙ্গলবার যেমন দেখলাম মনে হল এটাও খুব ভাল উইকেট।’

দ্বিতীয় ম্যাচের আগে লঙ্কান দলে দুটি পরিবর্তন হয়েছে। চায়নাম্যান সান্দাকানকে ফিরিয়েছে স্বাগতিকরা। ডমিঙ্গো অবশ্য প্রতিপক্ষের দল নিয়ে ভাবতে নারাজ। তিনি বলেছেন, ‘আমি ওদের বিষয় নিয়ে ভাবছি না আমি নিজের দল নিয়েই ভাবছি।’