২০১০ থেকে ২০১৯ সাল, এই এক দশকে দেশের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি এ তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।

টেস্টে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে ৪২ ম্যাচে ১৬২ উইকেট শিকার করেছেন সাকিব। মাত্র ২৭ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১০৬ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। আর ২২ ম্যাচে ৯০ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে ক্রিকেটে গত এক দশকে ১৩১ ম্যাচ খেলে ১৭৭ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ১১৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩১ উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মুর্তজা। আর ৯৩ ম্যাচে ১১৬ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।

আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে গত এক দশকে ৬৫ ম্যাচ খেলে ৭৯ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। মাত্র ৩৭ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ২৮ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন আল-আমিন হোসেন।