ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিঘলিয়া, খুলনাঃ খুলনার দিঘলিয়ার জুট টেক্সটাইল মিল কলোনীর নিখোঁজ শিশু জিসানের (৭)মরদেহ গতকাল উদ্ধার করেছে নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট ও দিঘলিয়া থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে ফয়সাল নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জিসান (৭) মন্ডল জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক আলমগীর হোসেনের পুত্র।গত ৯ অক্টোবর বৃহস্পতিবার জিসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি টিম ঘেরা বাড়ির উত্তর-পূর্ব কোণে মাটিতে গর্তের মধ্যে পুতে রাখা জিসানের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আব্দুল হান্নানের পুত্র ফয়সাল (২৭) কে খালিশপুর থানা পুলিশ আটক করে এবং তার দেওয়া তথ্য মতে শিশু জিসান (৭) এর লাশ উদ্ধার করা হয়।শিশুটির দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে।নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি।
ছেলের পিতা মোঃ আলমগীর জানান, তিনি জুট টেক্সটাইল মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক। তার সাথে শত্রুতা ছিল না।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দিঘলিয়া থানায় শিশু নিঁখোজ মর্মে জিডির ভিত্তিতে একটা বাড়ির ভেতরে পুতে রাখা অবস্থায় গতকাল শনিবার বিকালে উদ্ধার করি। এবং লাশ উদ্ধার পরবর্তী পদক্ষেপ চলমান আছে।