# ১৭ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার : নগরীর বড় মির্জাপুর রোডে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক নেই। ঘরের গ্রীল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। স্টিলের আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। গত শনিবার রাতে মির্জাপুর এলাকার নূরুল হকের বাড়ির দ্বিতীয় তলায় প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার নিয়াজুল করিম রাজিবের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, নিয়াজুল করিম রাজিবের স্ত্রী আফরোজা সুলতানা শম্পা ছেলে মেয়েদের নিয়ে কোচিংয়ে যাওয়ার সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে। স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং কানের দুল, হাতের বালা, গলার চেইনসহ ১৫ লাখ ৭ হাজার টাকা মূল্যের প্রায় ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরির মোট পরিমান ১৭ লাখ ২৭ হাজার টাকা। গৃহবধু শম্পা তার দুই শিশু কন্যাকে নিয়ে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ঘরে ঢুকে দেখতে পায় স্টিলের আলমারি ভাঙা এবং উল্লিখিত টাকা ও স্বর্ণালংকার নেই। এ সময় বাড়ির দক্ষিণ পাশের দ্বিতীয় তলার বারান্দার গ্রীল কাটা। এ বিষয়ে তাৎক্ষণিক থানায় খবর দিলে সদর থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে চুরির সত্যতা পান।
আফরোজার মা সুফিয়া বেগম বলেন, চোর খুব পরিচিত। আমার মেয়ের কাছে বাইরের কেউ আসেনা। বাড়িতে না থাকার সুযোগে চোর এ ঘটনা ঘটিয়েছে। চলে যাওয়ার সময় তারা বারান্দার গ্রীল কেটে পালিয়ে যায়। চুরির বিষয়টি জানতে পেরে আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রাতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে সুস্থ হলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু হানিফ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।