দুই দলের সমীকরণটা উল্টো দিক থেকে একই ছিল। পাকিস্তানের ছিল হ্যাটট্রিক জয়ের হাতছানি। অন্যদিকে আগের দুই ম্যাচে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল হ্যাটট্রিক পরাজয়ের লজ্জা এড়ানো।

শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয় এড়াল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের এই জয়ে সিরিজে ফিরল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজ নির্ধারিণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

সোমবার জোহানেসবার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ রানে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও শারজিল খানের উইকেট হারিয়ে প্রাথমিক চাপের মধ্যে পড়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত বাবর আজমের ফিফটিতে ১৪০/৯ রান করে।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার অ্যাইডেন মার্ক ওরাম। এছাড়া ২১ বলে অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক হেনরি ক্লেসেন। ১০ বলে অপরাজিত ২০ রান করেন জর্জ লিন্ডে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৪০/৯ (বাবর আজম ৫০, মোহাম্মদ হাফিজ ৩২; জর্জ লিন্ডে ৩/২৩, লিজাড উইলিয়ামস ৩/৩৫)।
দক্ষিণ আফ্রিকা: ১৪ ওভারে ১৪১/৪ (এইডেন ৫৪, ক্লেসেন ৩৬*, লিন্ডে ২০*)।