পাকিস্তানি সেনাবাহিনীর বিমান ও আর্টিলারি হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। শনিবার স্থানীয় তালেবান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহ।খবরে বলা হয়, দুই দেশের সীমান্ত এলাকার আফগানিস্তানের পূর্ব খোস্ত ও কুনার প্রদেশে এ হামলা চালানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কর্মকর্তা জানান, খোস্ত প্রদেশের সেপারাহ জেলার চারটি গ্রামে রাতভর জেট বিমানের বোমা হামলার পর কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত এবং ৩০ জন আহত হয়েছে।আফগানিস্তানে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার চায় ইরান আফগানিস্তানে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার চায় ইরান
তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত প্রাদেশিক প্রধান নজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, কুনারে পাকিস্তানি বাহিনী গত তিন দিন ধরে মারওয়ারা, শেলটন এবং নারি জেলায় ভারী কামান ব্যবহার করে গোলা বর্ষণ করছে।তিনি বলেন, ‘শুক্রবার রাতের হামলায় শিশুসহ পাঁচজন বেসামরিক লোক নিহত এবং একজন আহত হয়েছেন।’তবে হামলার চালিয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইসলামাবাদ।শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিশোধের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।আফগানিস্তানে নারী ও সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে আফগানিস্তানে নারী ও সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তালেবানের ঘনিষ্ঠ একটি জঙ্গি গোষ্ঠী। দুই দেশের সীমান্ত এলাকায় কাজ করে তারা। গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে গোষ্ঠীটি তাদের হামলা বাড়িয়েছে।এদিকে রাতভর হামলার প্রতিবাদে কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় পাকিস্তানকে সতর্ক করে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষতি করবে।