শাহরুখ খানের ‘পাঠান’ ছবির একটি বিশেষ দৃশ্যে দেখা গেছে সালমান খানকে। তিনি এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এই দুই তারকার দৃশ্যের ব্যাপারে মুখ খুললেন পাঠান ছবির সংলাপ লেখক আব্বাস টায়ারওয়ালা।তিনি জানান, লেখক এবং পরিচালকদের রীতিমত পা মেপে মেপে চলতে হয়েছে, ভীষণ ব্যালেন্স করে এই দৃশ্য শুট করা হয়েছে। যেদিন এই দৃশ্য শুট করা হয় সেদিন তিনি সেটে উপস্থিত ছিলেন।এই ছবির সেই বিশেষ দৃশ্যের বিষয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে আব্বাস বলেন, ‘শাহরুখ এবং সালমান এই দৃশ্যে মারপিট করবেন শত্রুদের সঙ্গে। ফলে দুজনকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। শাহরুখ খানকে আপনি অবহেলা করতে করবেন না। আবার সালমান খান এই ছবিতে বিশেষ চরিত্র হিসেবে এসেছেন। ফলে তার চরিত্রকে শাহরুখের নিচে রাখা যাবে না। দুজনকেই সমান গুরুত্ব দিতে হতো।’তিনি আরও বলেন, ‘ভারতের সব থেকে বড় তারকা হলেন তারা দুজন। তাদের নিজেদের মতামত আছে। যতই তারা ভালো বন্ধু হন না কেন যখন তারা পর্দায় আসেন তখন তারা একে অন্যের সংলাপের দিকে নজর দেন। তারা দেখেন অপরজন কী সংলাপ বলছেন। তারা দুজনেই সচেতন থাকেন যে তিনি নিজে কী সংলাপ বলছেন আর অপরজন কী বলছেন। কারণ তারা জানেন, আমি এটা বললে অপরজন কী বলতে পারেন।’ভারতের ৮ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে শুরু হচ্ছে সিসিএলভারতের ৮ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে শুরু হচ্ছে সিসিএল
আব্বাসের কথায়, সালমান খানের নিজের সংলাপ বলার ধরণ আছে। তিনি কেমনভাবে সংলাপ বলতে চান, তাতে কিছু যুক্ত করতে চান কিনা সেটা তিনি বোঝেন।শেষে আব্বাস জানান, পাঠানের মতো ছবি আসলে শাহরুখ খানের স্টারডম সেলিব্রেট করার ছবি। তবে এই ধরনের ছবি যা তার স্টারডমের উপর ভিত্তি করে চলছে সেটা চাক দে ইন্ডিয়া বা স্বদেশের থেকে অনেকটা আলাদা। সেখানে চরিত্রটাই বড়। ফলে সেসব ছবিতে অভিনেতা স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ বলেন।সূত্র: হিন্দুস্থান টাইমস।