/ বিমান দুর্ঘটনায় নিহত চিতলমারীর ফাতেমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহত চিতলমারীর ফাতেমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

নিজস্বসংবাদদাতা চিতলমারী: রাজধানীর উত্তরায় মাইনষ্টোল স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় চিতলমারীর কুনিয়া গ্রামের শিক্ষার্থী ফাতেমা আক্তার আনিশা (৯) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিমান বহিনীর একটি প্রতিধি দল। পরে তারা নিহতের পরিবাবেরে সদস্যদের সমবেদনা জানান।


গতকাল শনিবার দুপুরে স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে স্কোয়াড্রন লিডার মোঃ আসিফুজ্জামানসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দলটি নিহত ফাতেমা আক্তারে গ্রামের বাড়ি উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে আসেন। এসময় প্রতিনিধি দল নিহত ফাতেমার বাড়িতে যায় ও তার পিতা কুয়েত প্রবাসি বনি আমিনসহপরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীল সমবেদনা প্রকাশ করেন।


বিমান বাহিনীর প্রতিনিধিরা তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফাতেফা পাঠ করে নিহতদের প্রতি মাগফিরত কামনা ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।


এসময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম, শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।