ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) যেন এক নাট্যমঞ্চ। দীর্ঘ ৯ মাসের হাড্ডাহাড্ডি শিরোপা দৌড়ের সব রোমাঞ্চ এসে জড়ো হলো শেষ দিনে। চ্যাম্পিয়ন হতে জটিল সমীকরণের দৌড়ে ছিলো ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।শিরোপা জিততে হলে ম্যানচেষ্টার সিটির দরকার ছিলো জয়ের। এমন পরিস্থিতিতে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে এতদিনের সব প্রচেষ্টা তখন বিফলে যাওয়ার শঙ্কায় ছিলো দলটির। একই সময় অন্য মাঠে চলা লিভারপুলের খেলা ১-১ সমতায় চলছিলো। মোহাম্মদ সালাহরা একটি গোল করলেই শিরোপা তাদের।কিন্তু রোমাঞ্চের আরও বাকি ছিলো। মাত্র সাড়ে ৫ মিনিটে ৩ গোল করে সব সমীকরণ পাল্টে দেয় সিটি। সেইসঙ্গে উৎসবে ফেটে পড়ে পুরো ইতিহাদ স্টেডিয়াম।ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ইলকাই গিনদোয়ানের নৈপুণ্যে ব্যবধান কমায় সিটিজেনরা। পরক্ষণে সমতা টানেন রদ্রি। এর পরপরই গিনদোয়ানের দ্বিতীয় গোলে শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় পেপ গুয়ার্দিওলার দলের।অন্যদিকে, অ্যানফিল্ডে একই সময়ে শুরু হওয়া ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ আক্রমণাত্মক ফুটবলে দ্রুতই ঘুরে দাঁড়ায় লিভারপুল। অনেক অপেক্ষার শেষ দিকে জয়সূচক গোলের দেখাও পায় তারা। কিন্তু ৩-১ গোলে জয়ের পরও আরও একবার শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকেই খালি হাতে ফিরতে হলো তাদের।তিন বছর আগে ২০১৮-১৯ মৌসুমেও ঠিক একইভাবে ট্রফি উঁচিয়ে ধরেছিল সিটি। আর স্বপ্ন ভাঙার হতাশায় মাঠ ছেড়েছিল লিভারপুল।