দক্ষিণ আফ্রিকা সিরিজের ডারবান টেস্ট চলাকালীন চোট পান তাসকিন আহমেদ। সেটি নিয়ে ওই ম্যাচ খেলে যান এই পেসার। এর পরই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তার সঙ্গী হন আরেক পেসার শরিফুল ইসলাম। তিনি চোটের কারণে ডারবান টেস্টেও খেলতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও তাদের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।জানা গেছে, এখনো পুরোপুরি সেরে উঠেননি তাসকিন। তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হবে। অস্ত্রোপচার লাগবে শরিফুলেরও। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।রবিবার (১৭ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘তাসকিন ও শরিফুলকে নিয়ে সন্দেহ আছে। কারণ, তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে, শিগগিরই তাকে বাইরে পাঠাতে পারি।’জালাল ইউনুস বলেন, ‘আমরা এটা প্রপারলি এড্রেস করছি, ইতিমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, আমরা তাকে ইংল্যান্ডে পাঠানোর কথা ভাবছি। শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’শরিফুুলের ব্যাপারে তিনি বলেন, ‘শরিফুলের অস্ত্রোপচার লাগবে, এ জন্য তাকেও পাওয়ার সম্ভাবনা কম। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতে পারে।’