/ কারাগারে দিনভর বৈশাখী মেলা, পান্তা-ইলিশ খেলেন বন্দিরাও

কারাগারে দিনভর বৈশাখী মেলা, পান্তা-ইলিশ খেলেন বন্দিরাও

বাংলা বর্ষবরণে আনন্দের ভাগিদার হয়েছেন কারাবন্দিরাও। পান্তা-ইলিশে সকাল শুরুর পর দিনভর তাদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। দুপুরে ও রাতে উন্নত খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রা, ছোট পরিসরে বৈশাখী মেলাসহ বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের আপ্যায়নসহ নানা আয়োজনে বর্ষবরণ করছে দেশের কারাগারগুলো।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, বন্দিদের জন্য সকালেই পান্তা-ইলিশসহ নানান পদের ভর্তা ছিল। দুপুরে উন্নতমানের খাবার দেওয়া হয়েছে, রাতেও উন্নত খাবার দেওয়া হবে। বিকেল ৩টায় তাদের অংশগ্রহণে কারাগারের অভ্যন্তরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি বলেন, এর বাইরে বন্দির আত্মীয়স্বজন ও আমাদের স্টাফদের অংশগ্রহণে র‌্যালি ছিল। বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস যেমন হাতপাখা, বাচ্চাদের জন্য চরকি বিতরণ করা হয়েছে। এছাড়া হাওয়াই মিঠাই, বায়োস্কোপসহ কারাগারগুলোতে ছোট পরিসরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

স্টাফদের জন্যও সকালে ছিল পান্তা-ইলিশ, দুপুরে ও রাতে বিশেষ খাবার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রর আয়োজনের কথা জানান এই কারা কর্মকর্তা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসাদের জন্য এদিন ছিল ‘ওয়েলকাম ড্রিংকসের’ ব্যবস্থা। এছাড়া বৈশাখী হাতপাখা বিতরণ, বাচ্চাদের জন্য চরকি ও ক্যাপ, বেলুন, ভুলুজেলা বিতরণ করা হয়েছে।