/ খুলনায় ব্যাচেলর হাউজে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে ১১ জন আটক

খুলনায় ব্যাচেলর হাউজে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে ১১ জন আটক

খুলনা থানা পুলিশের অভিযানে নগরীর ইসলামপুর রোড এলাকার একটি ব্যাচেলর হাউজের জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলি এলাকায় জনৈক মোস্তফা কামাল চৌধুরীর মালিকানাধীন ‘বিলাসী ব্যাচেলর হাউজ’-এর নিচতলায় অভিযান চালায় খুলনা থানা পুলিশ। সেখানে চলমান জুয়ার আসরে হানা দিয়ে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৫২), হুমায়ুন কবির খোকন (৫৮), নিলু হাসান (৪৭), ইকবাল হোসেন (৪২), সুদ হোসেন রানা (৫০),বসির তালুকদার (৩৮), জাকির হোসেন (৪৭), জাহাঙ্গীর হোসেন (৬০), ফরিদ খন্দকার (৫০), ইসহাক হাওলাদার (৫৪) ও কালু (৬৫)
অভিযান চলাকালে পুলিশ জুয়ার সরঞ্জাম হিসেবে ১০ সেট তাস ও নগদ ৩,৩৭৫ টাকা জব্দ করে। পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তিরা নিয়মিত এ স্থানে জুয়ার আয়োজন করতেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় গোপনে ব্যাচেলর হাউজ ও পরিত্যক্ত বাড়িতে জুয়া, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ রয়েছে। পুলিশ মাঝে মধ্যেই এ ধরনের অভিযান চালালেও অপরাধীরা স্থান পরিবর্তন করে আবারও সক্রিয় হয়ে ওঠে। সমাজ সচেতন মহল এ বিষয়ে আরও কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।