স্টাফ রিপোর্টার ঃ চিংড়িতেত অপদ্রব্য মিশ্রণ বিরোধী লাগাতার অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত রূপসা সেতু টোল প্লাজায় মৎস্য বিভাগের অভিযান পরিচালিত হয়।
এসময় স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার সময় পরিবহনযানে অভিযান পরিচালনা করে ২১৬টি ককশিটের মধ্যে ১৬টি ককশিট (প্রায় চারশ’ কেজি) পুশকৃত চিংড়ি পাওয়া যায় বলে অভিযানে অংশগ্রহণকারী একটি সূত্র জানায়। এসময় আনোয়ার ট্রান্সপোর্ট এজেন্সি নামের একটি ট্রান্সপোর্ট তৃতীয় বারের মত একই অপরাধ করায় দু’লাখ টাকা জরিমানা ও পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়। অভিযানে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস. হুমায়ুন কবির এবং মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক রুহুল আমিন ও আশেকুর রহমান অংশগ্রহণ করেন।