দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ভারত। ক্রিকেটের এই ফরম্যাটে এতবড় স্কোর করে হারার রেকর্ড ভারতের নেই। এবারই প্রথম এমনটা ঘটলো। অন্যদিকে, এই প্রথম এত বেশি রান তাড়া করে জিতেছে প্রেটিয়ারা। তাইতো আলোচনায় ভারতীয় বোলারদের পারফরম্যান্স।তবে প্রথম ম্যাচে জম্মু-কাশ্মিরের পেস সেনসেশন উমরান মালিককে মাঠে নামাননি কোচ রাহুল দ্রাবিড়। ভারতের জার্সিতে অভিষেকের জন্য তার অপক্ষো আরও বেড়ে গেল। দিল্লি ম্যাচে পেসারদের মধ্যে অভিজ্ঞ ভুবেনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আভিশ খানকে খেলানো হয়।এদিকে, পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের মতে, উমরান মালিককে খেলানো উচিত ছিল। তার বাড়তি গতির কারণে ভারতীয়রা ম্যাচটি জিততেও পারতো! উমরানকে না খেলানোর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সাবেক এই ব্যাটার। একই সঙ্গে পরামর্শ দিয়েছেন ভুবেনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে তার জায়গায় উমরানকে খেলানোর।নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেন, ‘আমার মনে হয় ভারতের উচিত ছিল উমরানকে খেলানো। এতে করে সে নিজেকে প্রমাণেরও সুযোগ পেতো। আমি জানি না তারা কেনো তাকে পেছনে রেখে দিচ্ছে। ভুবেনেশ্বর অভিজ্ঞ বোলার এবং ভারতের হয়ে সে দারুণ সব পারফরম্যান্স করেছে। তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যান্য খেলোয়াড়দের মতো সেও বিশ্রাম পেতে পারতো।’তিনি আরও বলেন, ‘আপনি ম্যাচ হেরে গেছেন, কিন্তু একজন তরুণ খেলোয়াড়ের ওপর ভরসা করতে পারেননি; যে অন্যদের থেকে ভিন্ন এবং বলে অনেক গতি রয়েছে। সে ব্যাটারদের জন্য সারপ্রাইজ কিছু হতে পারতো। যখনই ভারতীয় বোলাররা তাদের লেন্থ হারিয়েছে তখনই ছক্কা খেয়েছে। এখানেই অতিরিক্ত গতি পার্থক্য তৈরি করতে পারতো।’