সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা ছিল শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কিন্তু সেটা না মেনেই মিরপুরে দলের অনুশীলনে যোগ দিয়েছেন কয়েকজন। আজ রবিবার (৯ মে) রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, আজ মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ওপেনার লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ। এ ছাড়া সঙ্গে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কা সফরে যাননি, কিন্তু আসন্ন সিরিজে আছেন এমন ক্রিকেটাররা আজও অনুশীলন করেছেন।

আগামী ২৩ মে থেকে দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত এই ম্যাচগুলো খেলতে আগামী ১৬ মে ঢাকায় পা রাখবে লঙ্কান ক্রিকেটাররা।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ঈদুল ফিতরের পর। দেশের মাটিতে তিন ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল গড়বেন নির্বাচকরা। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ওয়ানডে দল ঈদের পর দেওয়া হবে। সেটা ১৮ মে হতে পারে।

সিরিজ সূচি:

২৩ মে- প্রথম ওয়ানডে – মিরপুর (ডে-নাইট)

২৫ মে- দ্বিতীয় ওয়ানডে- মিরপুর (ডে-নাইট)

২৭ মে- তৃতীয় ওয়ানডে- মিরপুর (ডে-নাইট)