স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ^বিদ্যালয়ের সামনের সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অবৈধ গর্ভপাতের পর নবজাতক কণ্যা শিশুটিকে বিক্রির সময় র‌্যাবের হাতে ধরা পড়ে অপরাধী চক্র।
গতকাল শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল এ অভিযান চালায়। এসময় ওই ক্লিনিক থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধও জব্দ করে র‌্যাব।
র‌্যাব-৬এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অবৈধ গর্ভপাত করা নবজাতক বিক্রির স্ট্যাম্প ও অনুমোদনবিহীন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় নবজাতক বিক্রির সাথে জড়িত বাগেরহাটের মোড়েলগঞ্জের মজলু লাইলী তমা বেগমরে পিতা সোহরাব হাওলাদারকে। এছাড়া অবৈধভাবে পরিচালিত ওই ক্লিনিকটির মালিক বেবী মন্ডল ও তার স্বামী পিকে মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে র‌্যাব-৬এর একটি সূত্র জানায়।