স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাদক সেবনের দায়ে তাদেরকে এ শাস্তি দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের হল ও হল সংলগ্ন মেসগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে মাদক সেবন করে এমন অভিযোগ ছিলো। কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য হল এবং হল সংলগ্ন মেসগুলোতে অভিযান চালায়। একটি ছাত্রাবাসে গিয়ে দেখা যায় সেখানে কয়েকজন মিলে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি ছাত্রদের কাছে জানতে চাইলে তারা স্বীকার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তকৃত ছাত্রদের মধ্যে তিনজন তৃতীয় বর্ষের ও একজন দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় তাদেরকে প্রাথমিকভাবে তিন টার্ম বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রত্যেক ছাত্রের অভিভাবকের পক্ষ থেকে মুচলেকা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো বলেন, প্রাথমিক এ শাস্তির পাশাপাশি দশ দিনের সময় নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। আত্মপক্ষ সমর্থনের আবেদন যদি সন্তোষজনক হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে। শাস্তি পাওয়া চার শিক্ষার্থীর নাম জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তাদেরকে প্রাথমিকভাবে শাস্তি দেয়া হয়েছে এবং একই সাথে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। আমরা চাচ্ছি না এখনই কোন শিক্ষার্থীর নাম প্রকাশ হোক।