স্টাফ রিপোর্টার ঃ রাজধানী ঢাকার পাশাপাশি এবার খুলনায়ও ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে। পদ্মার এপারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
খুমেক হাসপাতালের পরিচালক ডা: মো: রবিউল হাসান বলেন, চলতি বছরের বিগত ছয়মাস এক সপ্তাহে এ হাসপাতালে মোট ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় মোট দু’জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেয়া হলেও নতুন করে ওই ২৪ ঘন্টায় আরও চারজন ভর্তি হয়। সব মিলিয়ে গতকাল সকাল পর্যন্ত ১৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলেও তিনি জানান। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু রাখার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক টিম প্রস্তুত রয়েছে বলেও হাসপাতালের পরিচালক উল্লেখ করেন।