খুলনায় ৩দিন ব্যাপী রাস উৎসবে পুন্যার্থীদের ভৈরব নদের নিমতলা ঘাটে স্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় ধর্মীয় অনুষ্ঠান স্নান অনুষ্ঠিত হয়। গত ২৯ নভেম্বর রবিবার এই উৎসব শুরু হয় এবং আজ ১ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটি এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নগর শাখা। ৩দিন ব্যাপী রাস উৎসবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। পুরোহিত ছিলেন বেশব চক্রবর্তী। স্নান অনুষ্ঠানে বাজার কালিবাড়ি মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদায্পন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ড, আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি বিকাশ সাহা মদন, সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, তোতন হালদার ও আকাশ ব্যানার্জীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা সকল ভক্তৃবৃন্দকে মাস্ক পরিধান করে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।-খবরঃ বিজ্ঞপ্তির।